দিল্লি নিয়ে তিন ভাষাতেই কবিতা মুখ্যমন্ত্রীর

0
3

ফের কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানী দিল্লি নিয়ে এবার মমতার নতুন কবিতা “নরক”। যেটা তিনি বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরাজিতেও লিখেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দিন থেকেই উত্তাল দিল্লি। CAA সমর্থক ও বিরোধীদের মধ্যে এই হিংসায় প্রচুর মানুষের প্রাণ গিয়েছে। যা বিশ্বের দরবারে ভারতের মুখ পুড়িয়েছে।

মৃত্যু মিছিল দেখে চুপ থাকতে পারেননি মমতাও। ফের প্রতিবাদ, নিন্দা, ধিক্কারের ভাষা হিসেবে কলমকেই অস্ত্র করলেন বাংলার মুখ্যমন্ত্রী। ফের কবিতা লিখলেন তিনি।

ওড়িশা সফরের আগেই দিল্লির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতির ঊর্ধে গিয়ে সকলকে শান্তির বার্তা দিয়েছিলেন। এবার লিখলেন কবিতা। যা নিজের ফেসবুক পেজে দিয়েছেন তিনি।

দেখে নিন মুখ্যমন্ত্রীর লেখা কবিতা “নরক”/ “HELL”—

আরও পড়ুন-আমার ভাই ও বোনেদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি”, টুইট-বার্তা প্রধানমন্ত্রী’র