রাজধানীতে হিংসার বলি গোয়েন্দা অফিসার! মৃতের সংখ্যা বেড়ে ২১

0
5

দিল্লিতে হিংসার বলি গোয়েন্দা অফিসার! পুলিশ সূত্রে খবর, উত্তর-পূর্ব দিল্লির চাঁদবাগে নিহত হয়েছেন তিনি। মৃত আইবি আধিকারিকের নাম অঙ্কিত শর্মা। তাঁর দেহটি নর্দমায় পড়েছিল। প্রাথমিক তদন্তে অনুমান, বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতেই মৃত্যু হয় তাঁর। গতকাল সন্ধে থেকে নিখোঁজ ছিলেন তিনি।

উত্তর-পূর্ব দিল্লিতে গত চার দিন ধরে সিএএ বিরোধী ও সমর্থকদের মধ্যে চলা সংঘর্ষে এই নিয়ে ২১ জনে মৃ্ত্যুর খবর পাওয়া গিয়েছে। বুধবারের ঘটনায় দু’জন পুলিশ অফিসারের মৃত্যু হল। শুধু এদিনই ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। বিস্তীর্ণ এলাকা জুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। বন্ধ দোকানপাট। রাস্তায় টহল দিচ্ছে র‍্যাফ। সরকারি স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি পিছিয়ে দেওয়া হয়েছে সিবিএসই বোর্ডের পরীক্ষাও।

আরও পড়ুন-দিল্লি হিংসা: অমিত শাহের ইস্তফা দাবি সোনিয়া গান্ধীর