এক টুকরো শান্তিনিকেতন। ৯ মার্চ দোলের দিন সকাল সাড়ে নটা থেকে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে। উদ্যোক্তা সজল ঘোষ। গত কয়েকবছর ধরেই চলছে এই জমজমাট অনুষ্ঠান। এলাকার সব বয়সের নারীপুরুষের হোলি উৎসব। সঙ্গে আরও নানা আয়োজন। এখানে শুধু আবীর খেলা হয়। অন্য রং চলবে না। মদ্যপ অবস্থায় ঢোকা নিষিদ্ধ। ফলে বহু পরিবারের দোলের ঠিকানা হয়ে উঠেছে এই সন্তোষ মিত্র স্কোয়ার। এবারও অনুষ্ঠান ঘোষণা করে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সজল।
আরও পড়ুন-বিজেপি ছাড়ার পথ খুঁজছেন মুকুল রায়?




























































































































