দিল্লি পুলিশের পাশে অজিত ডোভাল

0
4

দিল্লি-র পরিস্থিতি নিয়ে হাইকোর্ট থেকে বিরোধীদের তোপের মুখে দিল্লি পুলিশ। এই পরিস্থিতিতে পুলিশের পাশে দাঁড়ালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বুধবার, দিনভর দিল্লির অশান্ত এলাকা ঘুরে দেখেন তিনি। বিকেলে যান মৌজপুরে। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দিল্লি পুলিশের কোনও গাফিলতি নেই। পুলিশ তাদের কাজ করেছে বলে মন্তব্য করে অজিত ডোভাল। গত ৩দিনে দিল্লিতে ৬০০ রাউন্ড গুলি চলেছে।

আরও পড়ুন-কপিল মিশ্রর উস্কানিমূলক মন্তব্য, পুলিশকে ভর্ৎসনা দিল্লি আদালতের