ফের ব্রিজ ভেঙে নদীতে পড়ল বাস। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২৪ জনের। আহত হয়েছে ৫জন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দিতে। বুধবার ভোরবেলা রাজস্থানের সাওয়াইমাধোপুর জেলার বুন্দির পাপড়ি গাঁও-এর কাছে একটি নদীতে পড়ে যায় যাত্রী বোঝাই বাসটি। সূত্রের খবর, বরযাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। বাসে মোট ৪০জন যাত্রী ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় নাকি অন্য কোনও কারণ রয়েছে তা এখনও জানা যায়নি।