বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া, কিনছে কারা?

0
5

বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া। মোদি ঘনিষ্ঠ আদানি গ্রুপ কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। ঋণের বোঝা মাথায় নিয়েই এয়ার ইন্ডিয়া কেনায় আগ্রহ দেখিয়েছে আদানিরা। যদিও নিলামে অংশ নেওয়ার জন্য এখনই ইচ্ছে পত্র জমা করেনি তারা।

বিপুল লোকসানে চলছে এয়ার ইন্ডিয়া। বিক্রি করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কে কিনবে এয়ার ইন্ডিয়া। প্রশ্ন উঠেছে তা নিয়েই। এর আগে ২০১৮ সালে এয়ার ইন্ডিয়া বিক্রির চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই এয়ার ইন্ডিয়া নিলাম করা হবে। এবার পুরো শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্র। মৌখিক ভাবেই আগ্রহ দেখিয়েছে আদানি গ্রুপ। এর আগে দেশের বেশ কয়েকটি বিমানবন্দর দেখাশোনার দায়িত্ব পেয়েছে আদানিরা। যার মধ্যে রয়েছে আমদাবাদ, লখনউ, জয়পুর, তিরুবনন্তপুরম এবং বেঙ্গালুরু। অন্যদিকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ঋণ ছিল ৬০,০৭৪ কোটি টাকা। যে এয়ার ইন্ডিয়া কিনবে তাকে কমপক্ষে ২৩, ২৮৬ কোটি টাকা দেনা মেটাতে হবে। ক্রেতাদের কাছে এই দেনা মেটানোই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন-আমেরিকার সঙ্গে ৩০০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি ভারতের