এক কদম এগিয়ে নীতীশ বিধানসভায় কী পাশ করালেন?

0
6

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পাঞ্জাবের পর এবার বিহারও। অন্যরা এনআরসি বিরোধী প্রস্তাব পাশ করেছিল রাজ্য বিধানসভায়। আর নীতীশ এপিআর-এর সঙ্গে এনআরসি বিরোধী প্রস্তাবও বিধানসভায় পাশ করলেন। বলা হলো রাজ্যে এনআরসি কার্যকর করা হবে না। বিহার সরকার কিছু শর্ত দেবে। কেন্দ্র তা মানলে তবেই এনপিআর কার্যকর করা হবে। এনপিআর-এর ফর্ম থেকে আপত্তিকর অংশগুলি বাদ দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছেন বলে বিধানসভায় জানিয়েছেন নীতীশ। মঙ্গলবার বিধানসভার অধিবেশন ছিল।উত্তপ্ত হয়। ওঠে বিহার বিধানসভা। সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে মুলতবি প্রস্তাব আনেন তেজস্বী যাদব। স্পিকার প্রস্তাব গ্রহণ করেন। স্লোগান ওঠে।
তাতে উত্তেজিত হয়ে বিজেপি মন্ত্রী নন্দকিশোর যাদব, বিজয় কুমার সিনহা-সহ বিধায়করা। তাঁরাও বিরোধীদের ওই স্লোগানের তীব্র প্রতিবাদ করে হই হট্টগোল শুরু করেন। দু’পক্ষের এই হইচইয়ের মধ্যেই অধিবেশন মুলতবি হয়। তারপর ফের অধিবেশন শুরু হলে জবাব দেন নীতীশ। নীতীশ কুমার আগেই জানিয়েছিলেন, তাঁর রাজ্যে এনআরসি কার্যকর করতে দেবেন না। পাশাপাশি এনপিআর-এর আপত্তিকর অংশগুলি বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। আজ সেই দুই প্রস্তাবই পাশ হয়েছে বিধানসভায়। এনপিআর-এর ক্ষেত্রে ২০১০ সালের যে ফর্ম ছিল, সেই ফর্মেই সামান্য সংশোধন করে কার্যকর করার দাবি জানিয়েছেন নীতীশ।