পাক মাটিকে সন্ত্রাসের জন্য ব্যবহার করা যাবে না: ট্রাম্প

0
3

পাকিস্তানের মাটিকে সন্ত্রাসের ঘাঁটি হিসাবে ব্যবহার করা বন্ধ করতে হবে। সন্ত্রাসে মদত দিলে বরদাস্ত করা হবে না। বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসলামিক সন্ত্রাস রুখতে মোদি ও তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলেও উল্লেখ করেন ট্রাম্প। মঙ্গলবার হায়দরাবাদ হাউসে তিনি বলেন, এই উপমহাদেশে সন্ত্রাস নির্মূল করতে একযোগে কাজ করবে দুই দেশ। সেজন্য সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে বড় মাপের চুক্তি হচ্ছে। সন্ত্রাস দমনে আমরা ঐকমত্য বলেই তিনশ কোটি ডলারের বড় প্রতিরক্ষা চুক্তি করা হচ্ছে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় ভারতকে প্রতিরক্ষা সাহায্য দেওয়া হবে। ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীর জন্য অত্যাধুনিক রোমিও হেলিকপ্টার ও অ্যাপাচে হেলিকপ্টার দেবে আমেরিকা। মাদক অপরাধ দমনেও ভারতকে সাহায্য করবে আমেরিকা। প্রসঙ্গত, সোমবার গুজরাতের মোতেরা স্টেডিয়ামের বক্তৃতাতেও পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা উল্লেখ করে কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট।

দেখুন কী বললেন ট্রাম্প…

আরও পড়ুন-দিল্লির সরকারি স্কুলে মার্কিন ফার্স্ট লেডি, শুভেচ্ছা কেজরিওয়ালের