যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মডেলেই শান্তিপূর্ণ পুরভোট চাইছেন রাজ্যপাল

0
3

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাঁকে যতই অপমান করুক, তিনি কিন্তু সব ভুলে এবার তাদের প্রশংসায় পঞ্চমুখ।
যাদবপুরে ছাত্র সংসদের ভোট নির্বিঘ্নে মিটিছে। ভোট কিংবা গণনাকে কেন্দ্র করে কোনও হিংসা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর তাতেই উচ্ছ্বসিত আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়।

আজ, মঙ্গলবার বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে সেই কথাই বললেন রাজ্যপাল। তিনি বলেন, “এমন শান্তিপূর্ণ নির্বাচন পুরসভা ও পঞ্চায়েত ভোটের ক্ষেত্রেও মডেল হতে পারে।”

সব মিলিয়ে ছাত্রভোটকে কেন্দ্র করে যাদপুর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুবর্তিতা দেখে উচ্ছ্বসিত রাজ্যপাল।