সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত ছ’জন বিচারপতি, কী হবে মামলার?

0
3

সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের ছ’জন বিচারপতি। যার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে প্রভাব পড়তে পারে। মঙ্গলবার আদালতে একথা জানান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

বিচারপতি চন্দ্রচূড় বলেন, সুপ্রিম কোর্টের ছ’জন বিচারপতি এন ওয়ান এইচ ওয়ান ভাইরাসে আক্রান্ত। তাই তাঁরা আদালতে উপস্থিত হতে পারছেন না। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে অন্যান্য বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন। বার অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গেও দেখা করেন তিনি। বিকল্প ব্যবস্থা বা শুনানির দিন পরিবর্তনের জন্য বৈঠক ডাকেন শরদ। ভাইরাসে আক্রান্ত ছয় বিচারপতি কবে কাজে যোগ দিতে পারবেন, তা স্পষ্ট নয়।

এদিকে চলতি সপ্তাহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। যার মধ্যে রয়েছে ধর্মে বনাম অধিকার মামলা। এই মামলায় যত জন বিচারপতি রয়েছেন তাঁদের মধ্যে তিন বিচারপতির সোয়াইন ফ্লু ধরা পড়েছে। জার্মান সফটওয়্যার সংস্থার দিল্লির দফতরে এক কর্মী এবং সেনা আধিকারিকের সোয়াইন ফ্লু ধরা পড়েছিল গত সপ্তাহে। এবার সেই তালিকায় ছয় বিচারপতির নাম যোগ হল। চিকিৎসকদের মতে, এই ভাইরাসের ফলে নিউমোনিয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন-দিল্লির সরকারি স্কুলে মার্কিন ফার্স্ট লেডি, শুভেচ্ছা কেজরিওয়ালের