ফের তৃণমূলের সাংসদ হওয়ার দৌড়ে সুগত বসু? এবার কি তিনি ঘাসফুলের টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন? রাজনৈতিক মহলে কিন্তু এমন চর্চাই শুরু হয়েছে।
এর আগে ২০১৪ সালে তৃণমূলের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন নেতাজি পরিবারের সদস্য তথা অধ্যাপক-শিক্ষাবিদ সুগত বসু। কিন্তু ২০১৯ সালে ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। বিদেশে অধ্যাপনা করার জন্য সবসময় দেশে থাকা সম্ভব হয় না তাঁর পক্ষে। সেই কারণেই দ্বিতীয়বার ভোটে দাঁড়াতে চাননি তিনি।
কিন্তু পাঁচবছর সাংসদ থাকাকালীন সুগত বসু বিভিন্ন ইস্যুতে লোকসভায় বক্তব্য রেখেছেন। যা শাসক-বিরোধী সকলের নজর কেড়েছে। তাই সুগত বসুর মতো একজন উচ্চশিক্ষিত-মার্জিত মানুষকে ফের সাংসদ করতে চায় তৃণমূল, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।
সম্প্রতি, সুগতবাবুর মা প্রাক্তন তৃণমূল সাংসদ শিক্ষাবিদ কৃষ্ণা বসু প্রয়াত হয়েছেন। সেই সময় সর্বক্ষণ তাঁর পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ। কৃষ্ণা বসুর ফেলে যাওয়া কাজগুলি তাঁকে দেখারও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বাংলা থেকে এবার রাজ্যসভায় পাঁচজন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। বিধায়কদের সংখ্যার হিসেবে তার মধ্যে চারটি আসনে সরাসরি জয় পাচ্ছে তৃণমূল। আর এই চারটি আসনের মধ্যে থেকেই সুগত বসুকে একটি আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দিতে পারে তৃণমূল। যদিও পুরোটাই জল্পনাস্তরে রয়েছে। আগামী ২৬ মার্চ রাজ্যসভার ভোট।
আরও পড়ুন-কলকাতার প্রায় ৪০ তৃণমূল-কাউন্সিলর নানা কারণে এবার বাদ পড়ছেন, জল্পনা তুঙ্গে





























































































































