সিএএ-র পক্ষে ও বিপক্ষে দুই দলের সংঘর্ষে দিল্লিতে মৃত্যু বেড়ে হল ৭। রাজধানীর উত্তর পূর্বে পরিস্থিতি এখনও থমথমে। মৌজপুর এলাকায় দাঙ্গা প্রতিরোধী বন্দোবস্ত জোরদার করেছে দিল্লি পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে আটটি মেট্রো স্টেশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর চলাকালীন এই ঘটনায় অস্বস্তিতে কেন্দ্র। দিল্লি সরকারের নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়েছে।
এদিকে এই পরিস্থিতি পর্যালোচনায় জরুরি ভিত্তিতে আজই বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দুপুর বারোটায় স্বরাষ্ট্রমন্ত্রকে হবে বৈঠক। অন্যদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছে দিল্লির হিংসার ঘটনা নিয়ে আগামীকাল শুনানি হবে।