ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন মোদি, বললেন ট্রাম্প

0
5

ভারত সফর শেষের মুখে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বড় সার্টিফিকেট দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিল্লির সাম্প্রতিক হিংসা ও সিএএ বিরোধী আন্দোলন নিয়ে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হয়। ট্রাম্প জানান, দিল্লির ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয়। সিএএ নিয়ে মোদির সঙ্গে কোনও আলোচনা হয়নি। ভারতই এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী মোদি সব মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন। তিনি নিজেই এটা আমাকে বলেছেন। আমিও তা মনে করি। তিনি একজন দুর্দান্ত নেতা। সব মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্যই কাজ করছে ভারত। ট্রাম্পের কথায়, মোদি ধর্মপ্রাণ, শান্ত মানুষ। একইসঙ্গে তিনি অত্যন্ত দৃঢ়চেতা এক নেতা।