হাসপাতালে বসে মাধ্যমিক দিচ্ছেন নতুন মা

0
3

মাধ্যমিক পরীক্ষা চলছে। তারই মধ্যে সন্তানের জন্ম দিলেন এক পরীক্ষার্থী। সন্তান জন্ম দেওয়ার পর হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছেন তিনি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে।
শনিবার রাত সাড়ে আটটা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে সাগরদিঘি সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি হন করাইয়া হাইস্কুলের ছাত্রী জেসমিনা খাতুন। এরপর রাত দেড়টা নাগাদ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু দমে যাননি তিনি। সেই অবস্থাতে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা জানান জেসমিনা। এরপর হাসপাতালের মধ্যেই তাঁর পরীক্ষার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন-বিরোধিতা ছাড়াই সমাবর্তনে যোগ আচার্য তথা রাজ্যপালের