ফের আগামী ৪ মার্চ পর্যন্ত ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করল জম্মু–কাশ্মীর প্রশাসন। মঙ্গলবার এক বিবৃতি দিয়ে প্রশাসন বলেছে, রাষ্ট্রদ্রোহী ব্যক্তিরা ইন্টারনেট পরিষেবার অপব্যবহার করছে। সীমান্তপারের সন্ত্রাসবাদীদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে তারা যোগাযোগ রাখছে। এমনকি এর সাহায্যে দেশে নাশকতামূলক কাজকর্ম ছড়ানোর চেষ্টা করছে তারা বলেও আশঙ্কা করছে প্রশাসন।
জম্মু–কাশ্মীরের মুখ্যসচিব শালিন কাবরা বলেছেন, গত সপ্তাহ থেকে সন্ত্রাসবাদমূলক কাজকর্ম বেড়েছে। সেই কারণে রাজ্যে অশান্তি এড়াতে আগামী কিছুদিনের জন্য উপত্যকার কিছু অংশে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গত ১৫ তারিখ থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা বজায় থাকবে আগামী ৪ মার্চ পর্যন্ত।
এই সমস্যা মোকাবিলায় সাধারণ মানুষের কাছে প্রশাসনের তরফে সহযোগিতার আবেদন করা হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ইন্টারনেট পরিষেবা ফেরানোর চেষ্টা করবেন তাঁরা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.