বেআইনি প্রোমোটিং তার উপরে একাধিক গাছ কাটার অভিযোগ উঠল প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনা উত্তরপাড়া কোতরং পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার। প্রোমোটার সঞ্জীব প্রসাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দারা উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনায় অভিযুক্ত প্রোমোটার সঞ্জীব প্রসাদকে আটক করে উত্তরপাড়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাউন্সিলর থেকে পুরসভায় অভিযোগ জানিয়েও এবিষয়ে কোনও সুরাহা মেলেনি। বেআইনি প্রোমোটিং করতে দেওয়া হওয়া হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত সঞ্জীব প্রসাদ বলেন, ‘‘আমি কোনও বেআইনি কাজ করিনি। যদি কোনও ভুল কাজ করে থাকি তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে।’’ ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পুতুল দত্ত বলেন, ‘‘আমি পুরো ঘটনাটা শুনেছি। এলাকার মানুষের পাশে আছি। যদি প্রমোটার গাছ কেটে থাকে তাহলে আমি চেয়ারম্যানকে জানাব।’’ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-কলকাতার প্রায় ৪০ তৃণমূল-কাউন্সিলর নানা কারণে এবার বাদ পড়ছেন, জল্পনা তুঙ্গে





























































































































