প্রাক্তন প্রেসিডেন্ট প্রয়াত

0
3

মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি হোসনি মুবারক প্রয়াত। অসুস্থ মোবারক সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত মাসে অস্ত্রোপচারও হয়। আজ, মঙ্গলবার সকালে মৃত্যু হয়। ৯১ বছরের হোসনি মোবারক টানা ৩০ বছর দেশের প্রেসিডেন্ট ছিলেন। ২০১১ সালে গণ অভ্যুত্থান হলে তিনি গণহত্যার নির্দেশ দেন। ২০১২ সালে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে ৬বছর বন্দি থাকার পর তিনি মুক্তি পান। থাকতেন হেলাওপলিসে নিজের বাড়িতে। প্রেসিডেন্ট আনওয়ার সাদাতের মৃত্যুর পর মোবারক প্রেসিডেন্ট হন। ইসরায়েল-প্যালেস্টাইন চুক্তিতে তিনি মুখ্য ভূমিকা নেন। ২০১১সালে তিউনিশিয়ায় গণ অভ্যুত্থানের পর একই পরিস্থিতি তৈরি হয় মিশরেও। অভ্যুত্থানের ১৮ দিনের মাথায় তিনি ক্ষমতাচ্যুত হন।