আমেরিকার সঙ্গে ৩০০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি ভারতের

0
4

প্রত্যাশা মতোই আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হল ভারতের। মঙ্গলবার, দিল্লির হায়দরাবাদ হাউসে দুদেশের মধ্যে ৩০০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি ছাড়াও ৩টি সমঝোতাপত্র সই হয়। সেগুলির মধ্যে ১টি বিদ্যুৎ ক্ষেত্রে এবং অন্য দুটি স্বাস্থ্য ও শক্তিতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভারত-আমেরিকা দুদেশেই পারস্পরিক সম্পর্ক উন্নততর করতে চায়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ছে। এই সফর দু’দেশের কাছেই আশা ব্যাঞ্জক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দুদেশের মধ্যে বিশ্বের মধ্যে উন্নততম অ্যাপাচে ও এমএইচ-৬০ হেলিকপ্টার কেনা-বেচার চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী জানান, মাদকের ব্যবসা বন্ধ করতে তাঁরা বদ্ধপরিকর।

এতদিন পর্যন্ত ভারতে ব্রিটিশ সি কিং হেলিকপ্টার ছিল, যার শুধুমাত্র তল্লাশি অভিযানের ক্ষমতা রয়েছে। কিন্তু এবার আমেরিকা থেকে ১৫,১৫৭ কোটি টাকা দিয়ে MH 60 Romeo Naval হেলিকপ্টার কেনা হচ্ছে যার সাবমেরিন শনাক্ত করে ধ্বংস করার ক্ষমতা রয়েছে। অত্যাধুনিক এই কপ্টারে থাকবে মাল্টি মোড রাডার ও নাইট ভিশন ছাড়াও থাকছে MK 54 টর্পেডো। লুকিয়ে থাকা সাবমেরিনকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই কপ্টারের। এরসঙ্গে ৫৬৯২ কোটি টাকা দিয়ে AH 64E আপাচে অ্যাটাক চপার কেনা হচ্ছে।

আরও পড়ুন-ভারতে ঘুরছেন ডোনাল্ড ট্রাম্প, ওদিকে চুল ছিঁড়ছে গুগল