শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পেতে চলেছে পোলবা পুলকার দুর্ঘটনায় জখম দিব্যাংশু

0
6

আগামিকাল, বুধবার বিকেলে ছুটি পেতে পারে পোলবার পুলকার দুর্ঘটনা কাণ্ডে গুরুতর জখম হওয়া দিব্যাংশু ভকত। এখন সে অনেকটাই সুস্থ বলে মনে করছেন চিকিৎসকরা। আর যদি একান্তই বুধবার ছাড়া সম্ভব না হয়, সেক্ষেত্রে বৃহস্পতিবার ছুটি দেওয়া হবে তাকে। এসএসকেএম হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে।

সূত্রের খবর, বুধ-বৃহস্পতিবারের মধ্যে তার বিভিন্ন অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হচ্ছে। ফলে ছুটি দিতে সমস্যা হওয়ার কথা নয়। আজ মঙ্গলবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান হবে, কালচার রিপোর্টের জন্যও পাঠানো হবে কফ। করা হবে বুকের এক্স-রে। কালচার রিপোর্ট আসতে সময় লাগবে। সব ঠিক থাকলে ছুটি দেওয়ার জন্য ততদিন আর অপেক্ষা করবে না হাসপাতাল।

হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, রবিবার দিব্যাংশকে ট্রমা কেয়ারের আইসিইউ থেকে ১০ তলার ১২ নম্বর জেনারেল বেডে পাঠানো হয়েছে। সঙ্গে তার মা ও দিদা রয়েছে। এখন সে স্বাভাবিক কথাবার্তা বলছে। খাওয়াদাওয়াও অনেকটাই স্বাভাবিক। তাই বাড়ি পাঠানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।