পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে শান্তি মিছিলের প্রস্তাব কেজরিওয়ালের

0
4

দিল্লিতে শান্তি ফেরাতে মিছিল করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার বিকেল থেকে এনআরসি-সিএএ বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত ৭জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৌজপুর সহ আশপাশের অঞ্চল অগ্নিগর্ভ। এই পরিস্থিতিতে মঙ্গলবার, বেলা ১২টা নাগাদ সাংবাদিক বৈঠকে কিছুটা অসহায় দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লিবাসীর কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। তবে, শান্তির বার্তা দিলেও, নিরাপত্তার দেওয়ার বিষয়ে দিল্লিবাসীকে একটা আশ্বস্ত করতে পারলেন না কেজরিওয়াল। কারণ, দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন। কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনের তুলনায় কম সংখ্যক পুলিশ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হিংসা নিয়ন্ত্রণে ইতিমধ্যেই ৩৫ কোম্পানি আধাসেনা নামানো হয়েছে। প্রস্তুত ১৩ কোম্পানি আধাসেনা।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক অরবিন্দ কেজরিওয়ালের। পাশাপাশি, নিজের বাসভবনে বিধায়ক উচ্চপদস্থ সরকারি আধিকারিদের নিয়ে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-সন্ত্রাস মোকাবিলার নামে ভারতে অস্ত্র বিক্রি ট্রাম্পের লক্ষ্য