দু’দিনের সফরে সোমবার ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ইভাঙ্কা ও তাঁর স্বামী। প্রথমদিন এক সময়ের সুপার মডেল মেলানিয়ার পরনের ছিল ঝকঝকে সাদা পোশাক। তবে, নজর কেড়েছিল তাঁর কোমরবন্ধটি। সাদা জাম্পস্যুটে ভারতীয় ছোঁয়া। ‘মার্কিন ফার্স্ট লেডি স্যাডেল শোল্ডারের সাদা জাম্পস্যুটের সঙ্গে যে স্যাশটি পরেছিলেন সেটি সবুজ সিল্ক আর সোনার ধাতব সুতো দিয়ে তৈরি। মেলানিয়া জানান, প্যারিসে এটা পেয়েছিলেন এক বিশেষ ঘনিষ্ট ব্যাক্তির থেকে।
মঙ্গলবারও মিসেস ট্রাম্পের পোশাকে নজর ছিল নেটিজেনদের। আর সেখানেই চমক! সাদা লং ড্রেসের উপর বিভিন্ন রঙের ফুল। সেই ফুলের আকার পদ্মের মতো। আর তাই নিয়েই এখন আলোচনা তুঙ্গে। নেট দুনিয়া ভাইরাল মার্কিন ফার্স্ট লেডি এদিনের লুক। বিজেপি-র প্রতীক বলেই মেলানিয়া ‘পদ্ম ছাপ’ পোশাক পরেছেন বলে মত অনেকের। কেউ আবার বলছেন মোদিকে খুশি করতেই এই পোশাক। নন্দিনী ইদনানি বলে একজন তো এরসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জুড়েও মন্তব্য করেছেন। তাঁর মতে, “দিদি এই পোশাক দেখে রেগে গিয়েছেন”। কারও মতে আবার ওটা পদ্মের মতো দেখতে, কিন্তু পদ্ম নয়।
#MelaniaTrump wearing "Lotus" flora frock with red poshe ???????
Didi to naraz ho gai
Jo school bag ke upar lotus dekhe intolerant ho gai.
Story was broke by @TimesNow dabao by dm only pic.twitter.com/xZmW9173Ep— Nandini Idnani (@idnani_nandini) February 25, 2020
ভারতীয় শিল্প বিষয়ে সচেতনতা বোঝাতে জাম্পস্যুটের উপর বেনারসি স্যাশ পরেছিলেন মেলানিয়া ট্রাম্প। কিন্তু এদিনের ‘পদ্ম ছাপ’ পোশাক ঘিরে বিতর্ক দানা বাঁধছে।