অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রায় ৩৫০ ঝুপড়ি। মঙ্গলবার, দুপুরে মুর্শিদাবাদের ধুলিয়ানের কলাবাগানে বস্তির ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়। সূত্রে খবর, ওই বস্তির একটি ঘরে রান্না চলছিল। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় বলে প্রাথমিক তদন্তে অনুমান। সেই থেকে আগুন ছড়িয়ে যায় পুরো বস্তিতে। ভস্মীভূত হয় প্রায় ৩৫০টি ঝুপড়ি। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, ঘর থেকে আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর।