কামারপুকুর রামকৃষ্ণ মঠে পালিত হল রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫তম জন্ম তিথি ও উৎসব। মঙ্গলবার সকালে কামারপুকুর মঠ থেকে প্রভাতফেরি হয়। কামারপুকুর লাহাবাজার, কামারপুকুর চটি হয়ে রামকৃষ্ণ মঠে শেষ হয় প্রভাতফেরি। গোঘাটের বিধায়ক মানস মজুমদার, রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজ সহ স্কুলের ছাত্রছাত্রী ও বহু ভক্ত উপস্থিত ছিলেন। এরপর আরতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ভক্তিগীতি, কীর্তন, বাউল গান, ভজন, আরতি, গান সহ বিশেষ পুজো হয়। চার দিন ধরে চলবে এই অনুষ্ঠান।
চার দিনের এই অনুষ্ঠানে থাকবে প্রার্থনা, ভোগ বিতরণ, ধর্মসভা, ধর্মীয় সঙ্গীত। একইসঙ্গে এই রামকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে মেলা বসেছে। এই মেলা চলবে ১৫ দিন। কামারপুকুর মঠের মহারাজ স্বামী লোকোত্তরা নন্দজি বলেন, ‘‘সকালে প্রভাতফেরি, বাউল গান, ভজন ,ভক্তি গীতি, ঠাকুরের পুজো অর্চনা ও হোম যজ্ঞ মাধ্যমে শুরু হয়েছে। ২০ হাজারের বেশি ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। এই উপলক্ষে চার দিন ধরে ঠাকুরের নাম গান বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে।’’
আরও পড়ুন-নাম না করে আপ-কে অশালীন আক্রমণ, দলেই ভর্ৎসনার মুখে সেলিম-পুত্র





























































































































