ফের নজিরবিহীন সিদ্ধান্ত। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। রাজ্যে পুরসভা নির্বাচন সংক্রান্ত তথ্য নেওয়ার জন্যই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করা হয়েছে বলে ট্যুইট করে জানিয়েছেন রাজ্যপাল।
সোমবার সকালে টুইটারে রাজ্যপাল জানিয়েছেন, দেশের সংবিধান মেনেই তিনি রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজভবনে। প্রসঙ্গত, আগামী এপ্রিল মাসে রাজ্যে পুরসভা নির্বাচন চাইছে রাজ্য সরকার।
আরও পড়ুন-তৃণমূলের পথ ধরে এবার প্রতিটি পুরসভার জন্য আলাদা ইস্তেহার করছে বিজেপি