সন্ত্রাসে মদত দিলে কড়া মূল্য চোকাতে হবে। পাকিস্তানের নাম করে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার কানায় কানায় পূর্ণ মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’-এর মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট সন্ত্রাসে মদত দেওয়ার বিরুদ্ধে কড়া মনোভাব প্রকাশ করার পাশাপাশি ভারতকে ঢালাও সামরিক সাহায্য করার প্রতিশ্রুতিও দিলেন। এই উপমহাদেশে সন্ত্রাস দমনে ভারত-মার্কিন সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছেন ট্রাম্প।
মার্কিন রাষ্ট্রপতি বলেন, আমেরিকা ভারতকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করবে। অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম, সাঁজোয়া কপ্টার ভারতকে দেওয়া হবে। আগামীকাল 3 বিলিয়ন ডলারের ডিল স্বাক্ষরিত হবে।
ট্রাম্প মোতেরা স্টেডিয়ামের বক্তৃতায় বলেন, সন্ত্রাসে মদত কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সন্ত্রাসবাদীদের মদত দিলে বড় মূল্য চোকাতে হবে। সম্প্রতি আইসিস জঙ্গিদেরও শিক্ষা দেওয়া হয়েছে। পাকিস্তানকেও আমরা সন্ত্রাসবিরোধী পরিকল্পনার সঙ্গে যুক্ত করব।
দেখুন কী বললেন ট্রাম্প…