তাজমহলে পৌঁছোলেন ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলেনিয়া ট্রাম্প । দু’দিনের ভারত সফরে এসেছেন ট্রাম্প । বিমানবন্দরে পা রাখার পরই উপস্থিত শিল্পীরা তাঁদের উদ্দেশে নানা অনুষ্ঠান করেন। আগ্রায় প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি এবং ইভাঙ্কাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগ্রা বিমানবন্দরে পৌঁছেছেন ইভাঙ্কা ট্রাম্প এবং তাঁর স্বামী জারেদ কুশনার। \বিকেল ৪টে ১৭ মিনিটে আগ্রা পৌঁছান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার বিকেলে প্রায় এক ঘণ্টা তাজমহলে কাটালেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। সূর্যাস্তের সোনালি আলোয় ধবধবে সাদা তাজমহল রীতিমতো উপভোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাঁদের দু’জনকে হাতে হাত ধরে তাজমহলের সামনে ঘুরে বেড়াতে দেখা যায়। তাজমহলের সৌন্দর্য্য দেখে মুগ্ধ তাঁর মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেট কুশনার{ তাদেরও দেখা যায় ছবি তুলতে। তাজমহলের মাহাত্ম্য ও ইতিহাস ট্রাম্পের কাছে ব্যাখ্যা করেন উপস্থিত আধিকারিকরা। ভিজিটরস বুকে আমেরিকার প্রেসিডেন্ট লেখেন,তাজ অনুপ্রেরণা দেয়।
আজ সপরিবার ভারতে এসে আমদাবাদে গিয়ে প্রথমে সবরমতি আশ্রম পরিদর্শন করেন ট্রাম্প। তার পর যোগ দেন মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে।এখন তাঁরা দেখবেন তাজমহলের সৌন্দর্য্য।





























































































































