সবরমতীর গান্ধী আশ্রমে সস্ত্রীক চরকা কাটলেন ট্রাম্প

0
6

আহমেদাবাদে শঙ্খধ্বনিতে স্বাগত জানানো হল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৷সেখানে সবরমতীর গান্ধী আশ্রমে পৌঁছান ট্রাম্প ।
সবরমতীর গান্ধি আশ্রমে পৌঁছিয়ে ট্রাম্প ও তাঁর স্ত্রী অভিভূত। একই মালায় গান্ধীজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন ট্রাম্প ও দেশের প্র্ধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ট্রাম্প ও তাঁর সঙ্গীরা ঘুরে দেখেন সবরমতী আশ্রম । এরপর চরকায় সুতো কাটেন ট্রাম্প ও তাঁর স্ত্রী ।
সঙ্গে ছিলেন নরেন্দ্র মোদি । আহমেদাবাদ থেকে সবরমতী আশ্রম পর্যন্ত 22 কিমি দীর্ঘ পথ ধরে ছিল রোড শো। সেখান থেকে মোতেরা স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেয় ট্রাম্পের কনভয়। মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।