ইয়েচুরির ভাষায় কেন্দ্রকে তুলোধোনা করল শিবসেনা

0
9

দুদিন আগে সিএএ-এনআরসি নিয়ে মোদির ভরপুর প্রশংসা করেছিলেন। এবার সিপিএমের সুরে সুর মিলিয়ে মোদি সরকারকে এক হাত নিল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার। তাদের সাফ কথা, এই সফরে ভারতের গরিব মানুষের একবিন্দুও কোনও পরিবর্তন হবে না।

শিবসেনার মুখপত্র ‘সামনা’তে দলের সাংসদ সঞ্জয় নিরূপমের কটাক্ষ, ট্রাম্প আমেদাবাদে প্রথম পা রাখছেন। উৎসাহ যদি কারওর সামান্য থেকে থাকে, তাহলে সেটা ওই শহরের মানুষের। হলফ করে বলা যায়, দেশের মানুষের কিছুমাত্র আগ্রহ নেই। প্রেসিডেন্ট বলছেন, ব্যবসার জন্য ভারতে আসছেন। উদ্দেশ্য পরিস্কার। কিন্তু ভারতের অর্থনীতির উন্নয়নের জন্য আমেরিকার থেকে ব্যবসার দরকার। যেটা আদৌ পাওয়ার সম্ভাবনা নেই। গরিব আর মধ্যবিত্তের জীবনে কোনও প্রভাব পড়বে না। মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট দেশে ফিরে যাওয়ার পর ভারতের মানুষের মনে কোনও প্রভাব থাকবে না। এর আগে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও ট্রাম্পের সফর প্রসঙ্গে বলেছিলেন, এই সফরে ভারতের মানুষের কিছু যায় আসে না।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে CAA বিরোধী মামলা সুজনের, আইনজীবী বিকাশ