১) সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
২) দুপুর ১২টা ১৫ মিনিটে ট্রাম্প ও মোদি আহমেদাবাদের সবরমতী আশ্রমে পৌঁছাবেন ৷ মহাত্মা গান্ধির এই আশ্রমে কিছুক্ষণ কাটাবেন তাঁরা
৩) বেলা ১টা ৫ মিনিটে আহমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে পৌঁছাবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান ৷ মোতেরা স্টেডিয়ামের উদ্বোধনের পর নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে অংশ নেবেন তাঁরা।
৪) বিকেল সাড়ে তিনটেয় আগরার উদ্দেশে সপরিবারে রওনা দেবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট
৫) বিকেল ৪টে ৪৫ মিনিটে আগরার খেরিয়া বিমানবন্দরে পৌঁছাবেন ট্রাম্প ৷
৬) বিকেল ৫টা ১৫ মিনিটে স্ত্রী, কন্যা ও জামাইয়ের সঙ্গে তাজমহলে আসবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ৷ সেখানে ঘণ্টাখানেক থাকার কথা তাঁদের।
৭) সন্ধে ৬টা ৪৫ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেবেন অ্যামেরিকার রাষ্ট্রপ্রধান ৷

৮) সন্ধে সাড়ে সাতটায় দিল্লির পালাম এয়ারফোর্স স্টেশনে নামবেন ডোনাল্ড ট্রাম্প।
৯) ITC মৌর্য হোটেলে রাত্রিযাপন করবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট।
১০) মঙ্গলবার সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে ট্রাম্পকে অভ্যর্থনা জানানো হবে।
১১) সকাল সাড়ে ১০টায় রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট।
১২) সকাল ১১টায় দিল্লির হায়দরাবাদ হাউজ়ে বৈঠক করবেন মোদি-ট্রাম্প।
১৩) দুপুর ১২টা ৪০ মিনিটে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প একাধিক চুক্তি ও MoU স্বাক্ষর করবেন ৷
১৪) এরপর যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তাঁরা।
১৫) সন্ধে সাড়ে সাতটায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক করবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট।
১৬) দু’দিনের সফর শেষে রাত ১০টায় অ্যামেরিকার উদ্দেশে রওনা দেবেন ডোনাল্ড ট্রাম্প।































































































































