বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ ২ ব্যক্তিকে গ্ৰেফতার করল মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাত দেড়টা নাগাদ রানিনগরের গোধনপাড়া নোটিয়াল মেটাল রোডে নাখেরাজ ব্রিজ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বৈদুল শেখ ও হালিম শেখ। ধৃতদের থেকে ৫টি 7.65mm পিস্তল, ৩টি 7.62 পিস্তল, ১টি .38 রিভলবার, ১টি পাইপগান, ১০টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। কোথা থেকে তাঁদের কাছে ওই অস্ত্র এলো এবং কী উদ্দেশে তাঁরা ওই অস্ত্র নিয়ে যাচ্ছিলেন তা জানতে জেরা করছে পুলিশ।