যে তাজমহলের অস্তিত্ব নিয়ে হিন্দুত্ববাদীরা এক সময় প্রশ্ন তুলেছিলেন, বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম ভালবাসার প্রতীক আগ্রার তাজমহলকে মার্কিন প্রেসিডেন্টের কাছে ঝাঁ চকচকে করে তুলতে ৩০০ বছর পর হাত পড়ল তাজমহলের নকল সমাধিতে।
ট্রাম্পের নজর থেকে আহমেদাবাদের ঝুপড়ি ঢাকতে তোলা হয়েছিল লম্বা পাঁচিল। এবার সমাধিস্থল। দুটি সমাধিস্থলেই পড়ল মাটির প্রলেপ। আসলে এই দুটি মূল সমাধির রেপ্লিকা। মাটির প্রলেপ দিয়ে সমাধি দুটি ধুইয়ে দেওয়া হয়েছে ডিস্টিল ওয়াটারে। এই মাটি আক্ষরিক অর্থে মাটির নয়। মহিলারা মুখের উজ্জ্বলতার জন্য যে ফেস প্যাকের ব্যবহার করেন, সেটাই ব্যবহার করা হয়েছেন। বার পাঁচেক ব্যবহার করার পরেও সমাধিগুলি থেকে কালো ছোপ-ছোপ দাগ তোলা যায়নি। শাজাহান ও মুমতাজের আসল সমাধি এই রেপ্লিকার তলায় একটি চেম্বারে রয়েছে।
আরও পড়ুন-এইভাবে কেন মোদির হাত শক্ত করলেন ট্রাম্প?































































































































