উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির সমস্যা নিয়ে বৈঠক শিক্ষামন্ত্রীর

0
4

উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির সমস্যা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠক সারলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দীর্ঘক্ষণ উত্তরকন্যায় বৈঠক করেন তাঁরা। বৈঠকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অতিরিক্ত পড়ুয়া ভর্তি না করানোর নির্দেশ দিয়েছেন তিনি।
অতিথি অধ্যাপকদের বেতনের বিষয়ে শিক্ষামন্ত্রীর বলেন, যে কলেজ তাঁদের রেখেছে, তারা বেতন দেবে। কিন্তু অনেকেই যোগ্য নন। আবার, অনেকে ব্যাঙ্কের নথি সঠিক দেননি।
পাশাপাশি, শিক্ষামন্ত্রী জানান, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য একটি সার্চ কমিটি করা হয়েছে। দ্রুত উপাচার্য নিয়োগ করা হবে। এছাড়া যেসব কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন সেই সব কলেজে ইন্টারভিউয়ের মাধ্যমে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এদিন তাঁকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।