বেসিন রিজার্ভে লজ্জার আত্মসমর্পন কোহলিদের

0
4

লজ্জার হার। ১০ উইকেটের হার। যে নিউজিল্যান্ডকে নিয়ে কোহলিরা টি-২০ তে নাকি ছেলেখেলা করেছিল, তাদের কাছে একদিনের ম্যাচে ব্রাউন ওয়াশ ৩-০ হওয়ার পর তিন টেস্টের প্রথমটিতেই দেড়দিন বাকি থাকতে ১০ উইকেটে নটে গাছ মুড়োলো।

বেসিন রিজার্ভে লজ্জার ব্যাটিং ব্যর্থতা। ৩৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে নেমেছিলেন রাহানে আর হনুমা। সাউদি আর বোল্টের সুইংয়ে বিধ্বস্ত হলেন হনুমা, খেলা শুরু পাঁচ মিনিটের মধ্যেই। তারপর শুধু আসা যাওয়া। ঋষভ ২৫ করলেন। বাকিরা যেন নিয়মরক্ষা করতে নেমেছিলেন। সোমবার সকালে শাস্ত্রীর দল ৪৬ রানে ৬ উইকেট হারালো। ১৯১ রানে শেষ। ৫ উইকেট সাউদির, বোল্টের ৪ উইকেট। কিউইরা ২ ওভারেই রান তুলে নিয়ে শততম টেস্ট জয় তুলে নিল। ৯উইকেট নিয়ে ম্যাচের সেরা টিম সাউদি।

কোহলি ব্রিগেড না মানলেও এটাই বাস্তব, এবার নিউজিল্যান্ড থেকে সিরিজ হেরেই ফিরছে কোহলি ব্রিগেড। কিন্তু সব বিভাগেই এমন ব্যর্থতার জবাব তো কোহলি-শাস্ত্রীকেই দিতে হবে।