করন জোহরের সঙ্গে দীর্ঘ বৈঠক, বড় পর্দায় মহারাজের বায়োপিক তাহলে চূড়ান্ত?

0
7

প্রায় ২ বছর ধরেই ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির কথা চলছে। নানা প্রস্তাব আসছে নানা মহল থেকে। পরের পর মিটিংও হচ্ছে৷ কাজের কাজ কিছু হয়নি৷ তবে এবার সম্ভবত চূড়ান্ত আকার নিতে চলেছে বিষয়টি৷

শুক্রবার মুম্বই গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সামনেই আইপিএল, তা নিয়ে কথা বলতে দাদা-র মুম্বই-সফর। বিসিসিআই অফিসে মহারাজের পৌঁছানোর খবর পেয়েই সেখানে পৌঁছে যান বলিউডের মেগাওয়েট প্রযোজক- পরিচালক
করন জোহর। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসে বসেই করন টানা কথা বললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে । আর এর পরই উত্তাল হয়ে উঠেছে বলিউডের অন্দর।
তাহলে কি সব জল্পনার অবসান হলো ? এবার তাহলে তৈরি হতে চলেছে
সৌরভের বায়োপিক? তাহলে প্রধান চরিত্রে কে?
মিটিংকে ঘিরে শুরু হয়েছে এ ধরনের হাজারো জল্পনা। শোনা যাচ্ছে, করনকে দাদা নাকি বলেছেন, তাঁর আপত্তি নেই বায়োপিকে। ফলে, লিড কাস্টিংয়েরও খোঁজ চালু হয়েছে। হাজার হোক সৌরভের বায়োপিক বলে কথা! এই বায়োপিকে থাকছে দাদার জীবনের ওঠা-নামা, বিতর্ক, কামব্যাক, সবই৷ ঘনিষ্ঠ মহলে তেমনই আভাস দিয়েছেন করন৷

তবে এখন এ বিষয়ে মুখ খোলেননি করন বা সৌরভ৷ সৌরভের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর ধরেই বায়োপিক বানানোর যে কথা চলছে, এবার করন জোহরের হাত ধরে তা চূড়ান্ত হওয়ার মুখে৷

আরও পড়ুন-ভারতে দ্বিতীবার এসে ‘সম্মানিত’ ইভাঙ্কা, পোশাক ঘিরে বিতর্ক