গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারতের মেয়েরা আজ, সোমবার পার্থে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে।
শক্তি-সামর্থ্য-ঐতিহ্য-অভিজ্ঞতায় অনেক এগিয়ে ভারত। তবে এই দলটিকেই চমকে দিয়েছিল বাংলাদেশ। তাও একবার নয়, দুবার। ২০১৮ মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জেতার পথে ফাইনালসহ দুবার জিতেছিলেন রুমানা আহমেদ-জাহানারা আলমরা।
বিশ্বকাপের আগে বড় দলগুলোর বিপক্ষে খুব একটা খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। ছোট ছোট যে সুযোগগুলো পেয়েছে সেগুলো অবশ্য পুরোপুরিই কাজে লাগিয়েছে সালমারা। সাউথ এশিয়ান গেমসে হয়েছে সেরা। ভারতের মাটিতে জিতেছে চারজাতি টুর্নামেন্ট। এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে দলটি।
তাই সালমাদের বিপক্ষে মাঠে নামার আগে সাবধানী ভারত। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েও তাদের পা মাটিতে।
“এটা শুধু মাত্র একটি ম্যাচ ছিল, সামনে আমাদের আরও অনেক ম্যাচ আছে। (অস্ট্রেলিয়ার বিপক্ষে) জিতে আত্মতুষ্টিতে ভুগলে হবে না। আমাদের এখন সেই অনুভূতিগুলো ছেড়ে দিতে হবে এবং আমরা যে ভালো কাজ করেছি তার পুনরাবৃত্তি করার দিকে নজর দিতে হবে।” বলছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতীয় দল বাংলাদেশকে কোনওভাবেই হাল্কা ভাবে নিচ্ছে না।
শেষ পাঁচ বার দু’দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পরিসংখ্যানে ভারত ৩-২ এগিয়ে রয়েছে। পাঁচ দলের গ্রুপে সোমবারের জয় ভারতীয় দলকে নক-আউট পর্বের দিকে আরও এগিয়ে দেবে।
তবে ভারতীয় দলকে তাদের ব্যাটিং পারফরম্যান্স আরও উন্নত করতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ব্যাটসম্যানেরা ১৩২ রানের বেশি তুলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ থেকেই ভারতীয় দল ব্যাটিং ধারাবাহিকতা দেখাতে পারছে না। কয়েকটি ম্যাচ বাদ দিলে বড় রান তুলতে পারেনি ভারতের মেয়েরা।
অধিনায়ক হরমনপ্রীত এবং ওপেনার স্মৃতি মন্ধানা দু’জনেই ত্রিদেশীয় সিরিজে ভাল খেলেছিলেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে বড় রান করে অবদান রাখতে পারেননি তাঁরা। তাই বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে বড় রান তুলতে গেলে বা বড় রান তাড়া করে জিততে, এই দু’জনকে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে। অবশ্য মিডল অর্ডারে অন্যতম ভরসা দীপ্তি শর্মা ছন্দে আছেন। আগের ম্যাচে ৪৬ বলে অপরাজিত ৪৯ রান করেছিলেন। সেই ছন্দই ধরে রাখতে চাইবেন দীপ্তি। মিডিয়াম পেসার শিখা পাণ্ডেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল বোলিং করেছিলেন। তুলে নিয়েছিলেন তিন উইকেট।
বাংলাদেশের ক্ষেত্রে অন্যতম ভরসা অল রাউন্ডার জাহানারা আলম এবং টপ অর্ডার ব্যাটসম্যান ফারগানা হক। ২৬ বছর বয়সি হকের টি-টোয়েন্টিতে সেঞ্চুরিও রয়েছে। ২০১৮ টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বে জয়ের নেপথ্যে তাঁর বড় অবদান ছিল। আলম আবার গত বছর ভারতের ঘরোয়া মেয়েদের টি-টোয়েন্টি লিগে আইপিএল ভেলোসিটি দলের অন্যতম সদস্যা ছিলেন। যে দলের নেতৃত্বে ছিলেন মিতালি রাজ। তা ছাড়া বাংলাদেশ দলে সব চেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, অধিনায়ক সালমা খাতুনও প্রয়োজন পড়লে ব্যাট ও বল হাতে লড়াই করতে পারেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.