জগদ্দলের শ্যামনগরে নেহরু মার্কেট এলাকায় চলল গুলি। ঘটনায় জখম অরঞ্জিত সরকার নামে এক জেল খাটা আসামী। পুলিশ সূত্রে খবর, অরঞ্জিত সরকারের বিরুদ্ধে অপরাধমূলক কাজের জন্য বেশ কয়েকটি পুরনো মামলা রয়েছে। এরজন্য তাঁর কারাবাসও হয়েছে। যদিও এখন তিনি ঋষি বঙ্কিম কলেজের ছাত্র।
রবিবার রাতে শ্যামনগরের আতপুরের বন্ধ রামস্বরূপ টিএমটি কারাখানার যন্ত্রাংশ চুরি করে নেহরু মার্কেট এলাকায় প্রভাতী সংঘ ক্লাবের মাঠের কাছে জড়ো হয় কয়েকজন দুষ্কৃতী। চুরির মালের বখরা নিয়ে তাদের মধ্যে বচসা বাধে। সেই সময়ই কোনও একজন ৩ রাউন্ড গুলি চালায়। একটি গুলি অরঞ্জিতের হাতে লাগে। আহত অবস্থায় প্রথমে তাঁকে জগদ্দল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন-নজিরবিহীন ভাবে রাজ্য নির্বাচন কমিশনকে তলব রাজ্যপালের