ট্রাম্পের মোদিস্তুতি, হতাশ কংগ্রেসসহ বিরোধীরা

0
8

আগাম খবর ছিল ট্রাম্প তাঁর ভাষণে মোদির এনআরসি, সিএএর সমালোচনা করবেন। এনিয়ে উৎসাহিত ছিল বিরোধীরা।

কিন্তু দেখা গেল উল্টো।
“চা-ওলা” মোদির এমন ঢালাও প্রশংসা সাধারণত বিজেপি নেতারাও করেন না, যা ট্রাম্প করলেন। বললেন, ভারত এগোচ্ছে মোদির সঠিক নেতৃত্বে। ভারতে সব জাতিধর্মের সুন্দর সহাবস্থান ও বৈচিত্রের মধ্যে ঐক্য আছে, তারও ঢালাও প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর গোটা ভাষণে অধিকাংশ সময়েই হাততালি দিয়েছেন মোদি। কারণ তাঁর পক্ষে অস্বস্তিকর কিছুই ছিল না। উল্টে ছিল ভারতকে সহযোগিতার বার্তা।

ট্রাম্পের এহেন ভাষণে বিরোধীরা হতাশ। তাঁরা কী প্রতিক্রিয়া দেবেন, তা নিয়ে কথা চলছে। এমনও বলা হতে পারে যে ট্রাম্পের কাছে সঠিক তথ্য ছিল না। বামপন্থীরা ভারত আমেরিকা যৌথ সেনা অভিযানের বিরোধিতা করার কথা ভাবছেন।

আরও পড়ুন-সন্ত্রাসে মদত বরদাস্ত নয়, পাকিস্তানকে সতর্ক করলেন ট্রাম্প