বিমান থেকে নামলেন ট্রাম্প, স্বাগত জানালেন মোদি

0
2

ঠিক ১১টা ৪০ মিনিট নাগাদ ভারতের মাটি ছুয়েছিল ট্রাম্পের বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’। ট্রাম্পের বিমান দেশের মাটি ছোঁয়ার আগেই সেখানে তাঁদের স্বাগত জানতে সেখানে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্লেন থেকে প্রথমে নেমে আসেন ট্রাম্পের মেয়ে-জামাই ইভাঙ্কা ট্রাম্প ও জ্যারেড কুশনার। তাঁরা নামার পর প্লেন থেকে নামেন ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া। সেখান থেকে এখন তাঁরা সবরমতী আশ্রমের দিকে রওনা দিয়েছেন।

আরও পড়ুন-ভারতের মাটি ছুঁল ট্রাম্পের বিমান