শিবরাত্রির দিন শিবের পুজো করেন অনেকেই। উপোস করে মন্দিরে পুজো দেন কিংবা বাড়িতে। এবার অন্য এক শিবারাত্রির দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে স্ত্রী তাঁর স্বামীকে শিবের মত সাজিয়ে বসিয়েছেন। গায়ে ছাই মেখে বসে আছেন তাঁর স্বামী। বাঘছালের মত দেখতে লুঙ্গি পরেছেন। অন্যদিকে স্ত্রী লাল শাড়ি এবং সোনার গয়না পড়েছেন। স্বয়ং শিবের বেশে বসে থাকা স্বামীকে পুজো করছেন স্ত্রী। শিবের মাথায় জল ঢেলে মহাশিবরাত্রি পালন করেছিলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এভাবে কে শিবরাত্রি পালন করে????
Posted by ভিডিও খোর – Video Khor on Thursday, February 20, 2020