অসমের চূড়়ান্ত এনআরসি তালিকা থেকে ‘অবৈধ’ বা ‘অযোগ্য’ ব্যক্তিদের খোঁজার কাজ শুরু হল। এনআরসি তালিকা থেকে প্রায় ১৯ লক্ষের বেশি মানুষের নাম বাদ পরেছে । তবে কেন ফের ‘অবৈধ’ খোঁজার এই প্রক্রিয়া ? এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ।
জানা গিয়েছে, গত বছরের অগস্ট মাসে চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশ করা হয় । কর্তৃপক্ষ অভ্যন্তরীণ সমীক্ষার মাধ্যমে তালিকায় থাকা ‘বিদেশি’-দের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছেন। ভারতের রেজিস্টার জেনারেলকে তালিকা পাঠানোর আগে অসম এনআরসি কর্তৃপক্ষ তাই ঝাড়াই-বাছাই করছেন।
অসম এনআরসির নতুন সমন্বয়ক হিরেশ দেবশর্মা রাজ্যের ৩৩টি জেলার ডেপুটি কমিশনারদের নির্দেশ দিয়েছেন, চূড়ান্ত তালিকায় ঢুকে পড়া অযোগ্যদের অবিলম্বে তালিকা থেকে বাদ দিতে হবে।
যদিও একটি সূত্র বলছে, গত অগস্টে চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশের আগেই এই প্রক্রিয়া সেরে ফেলা হয়েছিল। ফের কী কারণে একই উদ্যোগ নেওয়া হয়েছে, তা অজানা।
জানা গিয়েছে, মূলত পরীক্ষা করা হবে সেগুলি হল সন্দেহভাজন ভোটার (ডিভি), ঘোষিত বিদেশি (ডিএফ), ফরেনার্স ট্রাইব্যুনাল (পিএফটি)-এ বিচারাধীন এবং ডিভি, ডিএফ এবং পিএফটি-র উত্তরসূরিদের বিচারাধীন মামলা রয়েছে কিনা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































