ফের মহানগরে ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা যুবকের। কিন্তু সতর্ক ও তৎপর কলকাতা পুলিশ। আর তার জেরেই প্রাণ বাঁচল গড়ফার যুবকের। শনিবার গভীর রাতে ফেসবুক-বন্ধুকে বাঁচানোর আর্তি নিয়ে লালবাজারের কন্ট্রোল রুমে ফোন করেন এক যুবক। তিনি জানান, এক যুবক ফেসবুকে লাইভ করে আত্মহত্যার চেষ্টা করছে। কিন্তু স্যোশাল মিডিয়ার সেই বন্ধুর ঠিকানা তিনি জানেন না। শুধু জানেন তাঁর বাড়ি গরফায়।
সঙ্গে সঙ্গে তৎপর শুরু হয় লালবাজারের কন্ট্রোল রুমে। ফোন যায় গরফা থানায়। যুবকের ফেসবুক প্রোফাইল ট্র্যাক করে কলকাতা পুলিশের সাইবার সেল। যোগাযোগ করা হয় তাঁর বন্ধুদের সঙ্গেও। এইভাবে আত্মহত্যা করতে যাওয়া যুবকের ঠিকানা জোগাড় করে ফেলে পুলিশ। গরফা থানার আইসি শৌভিক দাসের নেতৃত্বে ১০মিনিটের মধ্যেই যুবকের বাড়িতে যায় পুলিশ। আত্মহত্যা করা থেকে তাঁকে আটকায়।
প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করতে যাচ্ছিলেন ওই যুবক। তবে তাঁর নাম, ঠিকানা গোপন রেখেছে পুলিশ। তাঁর কাউন্সেলিং করা হচ্ছে। লালবাজারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































