দুধের স্বাদ কেউ যদি ঘোলে মেটাতে চায় তাহলে সে বিষয়ে তাঁর কোনও বক্তব্য নেই। ভাই মুজিবর রহমানের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে এই মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানের। ভাই ও ভাইয়ের বৌ তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলকে কটাক্ষ করে আবদুল মান্নান জানান, তাদের দলে নিশ্চয় আবদুল মান্নানের গুরুত্ব আছে, সেই কারণেই তাঁর ভাইকে তৃণমূলে যোগদান করিয়ে প্রচার করছে।
আবদুল মান্নান বলেন “কেউ যদি দুধের স্বাদ ঘোলে মেটাতে চায় তাহলে আমার কিছু বলার নেই। আমার কাছেই ওই ভাইয়ের কোনও গুরুত্বই নেই। আমি আমার সম্পত্তির উত্তরাধিকারও তাকে করিনি। সে আমার ভাই একথা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু রাজনীতির সঙ্গে বা আমার সঙ্গে সরাসরি মুজিবরের কোনও যোগ নেই”। বিরোধী দল নেতা বলেন, তাঁর পরিবারের বিভিন্ন সদস্য সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন। তাঁরা কে, কোথায়, কী করছেন তাঁর দায় আবদুল মান্নানের নয়।
বেশ কিছু আগে, আবদুল মান্নানের তৃণমূলে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়। রাজ্য সরকারের আমন্ত্রণে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভালেও হাজির ছিলেন তিনি। এরপরেই তাঁর তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে সেই জল্পনার পালে হাওয়া লাগায়। এবার তাঁর ভাইয়ের শাসকদলে যোগদানের বিষয়ে আবদুল মান্নান “দুধের স্বাদ ঘোলে মেটানো”-র মন্তব্যে কী ইঙ্গিত দিতে চাইলেন তা নিয়ে আলোচনা তুঙ্গে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.