দেশের বিচারপতি তিনি। সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন। কী বললেন? ‘আমাদের প্রধানমন্ত্রী বহুমুখী প্রতিভার অধিকারী। আন্তর্জাতিক স্তরে দারুণভাবে প্রশংসিত। দেশে পরিস্থিতি অনুযায়ী কাজ করেন।’ বক্তা সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। মঞ্চে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিও। আর এই স্তোত্রবাক্যে সমালোচনার ঝড়।
নয়াদিল্লিতে ছিল আন্তর্জাতিক বিচারপতি সম্মেলন। প্রধানমন্ত্রীর ভাষণের পর ধন্যবাদজ্ঞাপন ভাষণ দিতে গিয়ে অরুণ মিশ্র যে কথা বললেন, প্রশ্ন উঠেছে চেয়ারে থেকে তিনি আদৌ কী এ কথা বলতে পারেন? বিভিন্ন দেশের বিচারপতিদের সামনে বললেন, আন্তর্জাতিক স্তরে স্বীকৃতিপ্রাপ্ত দূরদর্শী প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে দেশ দায়িত্বশীল রাষ্ট্র। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের সময়েও এমন সম্মেলন হতো। কিন্তু প্রধানমন্ত্রীকে আসতে দেখিনি। সুপ্রিম কোর্টে অনেক মামলায় কেন্দ্র পক্ষ হয়। ফলে প্রধানমন্ত্রীর প্রশংসায় বিচার প্রার্থীদের সুবিচার পাওয়ার ক্ষেত্রে প্রশ্ন জাগতে পারে। সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। রাজনীতিকরাও বিস্মিত। কংগ্রেস বলছে, এমন আচরণ কাঙখিত নয়।





























































































































