বাংলাদেশ নির্মাণে সকল শিক্ষার্থীদের এগিয়ে আসতে আহ্বান জানালেন বাংলাদেশের পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহম্মদ তাজুল ইসলাম এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ সালের উন্নত বাংলাদেশ নির্মাণের। প্রত্যেক শিক্ষার্থীকে নীতি-নৈতিকতায় একজন ভালো মানুষ হতে হবে। দেশকে ভালোবাসতে হবে। দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। তবেই একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। শনিবার কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল উন্নত বাংলাদেশ গড়ার। বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার। সে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে এগিয়ে নিতে এবং উন্নত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছেন। জনপ্রতিনিধিসহ সকল নেতাকর্মীদের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আগামী প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে ছাত্র সমাজকেই গুরু দায়িত্ব নিতে হবে।
কলেজের পাঁচতলা বিশিষ্ট ছাত্রাবাস, অধ্যক্ষের বাসভবন, ছয়তলা বিশিষ্ট প্রশাসনিক ও একাডেমিক কাম-বহুমূখী ভবনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন মন্ত্রী। পরে তিনি শিক্ষকমন্ডলীর সঙ্গে কলেজের শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.