বেসরকারি স্কুলে ফি বেড়েই চলেছে। তাই নিয়ে অতি শীঘ্র বৈঠক ডাকা হবে মুখ্যমন্ত্রীকে নিয়ে। পাহাড়ে শেরপা ডেভলপমেন্ট বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে এসে একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘বেসরকারি স্কুলের ফি নিয়ে আমরাও চিন্তিত। এবিষয়ে শুধু পাহাড় নয় বাকি সব স্কুলের প্রতিনিধিদের ডেকে মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে বৈঠকে বসব। সকলেই যাতে তাঁদের সন্তানদের পড়াতে পারেন, তেমন ফি করা হবে সব জায়গায়।’’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘পাহাড়ের প্রাথমিক বিদ্যালয়গুলোর খারাপ অবস্থা করার জন্য যারা দায়ী তাঁরা এখন উদ্যোগ নিক। সব ভেঙে কখনও উন্নতি করা যায়না। উন্নয়ন করতে গেলে সকলকে নিয়ে কাজ করতে হয়।’’ অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শুক্রবার শিলিগুড়িতে রাজ্যপাল যা বলেছেন তার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর বক্তব্য, ‘‘কোচবিহারের উপাচার্য খুব ভালো কাজ করছে। তাকে সরানো হবেনা। তিনি ওখানে থাকবেন।’’ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনও হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কারণ সমাবর্তন হল পড়ুয়াদের। তাই এনিয়ে বিতর্কের কোনও জায়গা নেই বলে মত পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি আরও বলেন, ‘‘সাময়িক সমস্যা হচ্ছে তা ঠিক হয়ে যাবে সময়মত। আর পাহাড় আমার হৃদয়ে আছে। এখানে একসময় কাজও করেছি। তাই যাঁরা হৃদয় ক্ষতবিক্ষত করবে তাঁরা বুঝতে পারবে কী হয় তাঁদের।’’
আরও পড়ুন-অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর!





























































































































