অগ্নিদগ্ধ মাধ্যমিক পরীক্ষার্থী সহ একই পরিবারের ৪জন

0
4

অগ্নিদগ্ধ একই পরিবারের চার সদস্য। তাদের মধ্যে রয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীও। শনিবার, ইছাপুর আনন্দমঠ বি ব্লকের এক বাড়িতে ভোরবেলা রান্না করার সময় স্টোভ থেকে আগুন ধরে যায় রান্নাঘরে। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় মাধ্যমিক পরীক্ষার্থী সুপ্রতিম সেন ও তার ভাই। তাদের প্রথমে বারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় সুপ্রতিম এবং তার ভাইকে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। অগ্নিকাণ্ডে জখম সুতপা সেন এবং শণক সেনও।