প্ল্যাটফর্মে না থেমেই ছুট ইস্ট-ওয়েস্ট মেট্রোর, বারবার ২বার

0
4

শুরু হতে না হতেই গোলমাল। প্ল্যাটফর্মে দাঁড়ালোই না ইস্ট-ওয়েস্ট মেট্রো। একবার নয়, একই দিনে দুবার ঘটল এই ঘটনা। শুক্রবার, সকালে ৭টা ৫০ মিনিটে সল্টলেক স্টেডিয়াম স্টেশনে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি আচমকা ছেড়ে দেয়। দ্বিতীয় স্টেশন বেঙ্গল কেমিক্যালে থামেইনি সেই ট্রেন। সন্ধে ৭টা ৪৩ মিনিটের ট্রেন সেন্ট্রাল পার্ক স্টেশনে না থেমে একেবারে করুণাময়ীতে গিয়ে থামে। পরপর দু’বার এই ঘটনায় হতবাক যাত্রীরা। বিষয়টি নিয়ে অস্বস্তিতে মেট্রোরেল কর্তৃপক্ষ।