সিএএ, এনআরসি নিয়ে মুর্শিদাবাদের একাধিক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয় ট্রেনে। রণক্ষেত্রের চেহারা নেয় একাধিক স্টেশন। এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। শনিবার শুরু হয় ট্রেনের যাত্রা। এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। যদিও এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কয়েকজনের জন্য মুর্শিদাবাদ জেলার লক্ষ লক্ষ মানুষ ট্রেন পরিষেবা পেল না। তার খেসারত কে দেবে। কত মানুষের রুটি রুজিতে হাত পড়েছে। চিকিৎসা পরিষেবায় হাত পড়ে। সেসময় ট্রেন আগুন লাগানোর ঘটনায় রাজ্য সরকারের কড়া নিন্দা করেন কংগ্রেস সাংসদ।
আরও পড়ুন-দমাতে পারেনি অসুস্থতা, হাসপাতাল থেকেই মাধ্যমিক ৩ পরীক্ষার্থীর