শহিদ মিনারে বিজেপির সভার অনুমতি নিয়ে ফের ধন্ধ

0
4

১ মার্চ শহিদ মিনারে অমিত শাহের সভা নিয়ে ফের রাজ্য সরকার ও বিজেপির মধ্যে টানাপোড়েন। পুলিশি অনুমতি মেলা নিয়ে আবার ধন্ধ তৈরি হল।

শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরা সভা করতে চেয়েছি। জায়গাটি যেহেতু সেনাবাহিনীর, সেইহেতু তাদের অনুমতি চেয়েছিলাম। তাঁরা অনুমতি দিয়েছেন৷ পুলিশ অনুমতিও চেয়েছি। এখনও অনুমতি মেলেনি। কিন্তু দেওয়া হবে না সেটাও বলা হয়নি। দিলীপ ঘোষের যুক্তি, সভার দিন রবিবার। ফলে সেদিন মাধ্যমিকের পরীক্ষা নেই। এছাড়া এলাকাটিতে মানুষের বসবাস নেই। তাছাড়া শহিদ মিনারের ধারে কাছে কোনও স্কুলও নেই। ফলে সভা করতে না দেওয়ার কোনও আইনি কারণ দেখছি না। আর যদি অনুমতি না দেওয়া হয়, তাহলে তার বিকল্প পদক্ষেপও তখন সরকার দেখবে।