ফের মা হলেন শিল্পা শেট্টি। শুক্রবার সকালে শিল্পা নিজের ট্যুইটার হ্যান্ডেলে এক সদ্যজাতের ছবি শেয়ার করেন। ২০১২-তে তাঁদের প্রথম সন্তান ভিয়ানের জন্ম হয়। সারোগেসির মাধ্যমে রাজ কুন্দ্রা এবং শিল্পার ঘরে এল কন্যা সন্তান। ছবি পোস্ট করে শিল্পা লেখেন, “ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। অশেষ কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি আমাদের ঘরে নতুন সদস্যের আগমন হয়েছে। কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতম সদস্য— সমিশা শেট্টি কুন্দ্রা।
???????? ?????? ???????
Born: February 15, 2020
~
Please bestow our angel with all your love and blessings??❤
~
Ecstatic parents:
Raj and Shilpa Shetty Kundra#SamishaShettyKundra #daughter #MahaShivratri pic.twitter.com/ClH9AAO4rR— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) February 21, 2020
ওই পোস্টে সমিশা কথার অর্থও জানিয়েছেন শিল্পা। তিনি লিখেছেন, সংস্কৃতে ‘সা’ কথার অর্থ কিছু পাওয়া। এবং ‘মিশা’ একটি রুশ শব্দ যার অর্থ ‘ভগবানের মতো কেউ’। সমিশা কথার অর্থ ‘ভগবানের মতো কাউকে পাওয়া’।
আরও পড়ুন-করানো ঢুকে পড়ল ভারতে!